Logo

‘সাম্য হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার ১ জনের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধরা’

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনের বাড়িই মাদারীপুর জেলায়। এদের মধ্যে তামিম হাওলাদার ও পলাশ সরদারের বাড়ি সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে।

বুধবার সাম্য হত্যায় গ্রেপ্তার মাদারীপুরের ঝাউদি ইউনিয়নে ব্রাহ্মন্দী এলাকায় তামিম হাওলাদারের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

জেলা প্রতিনিধি

মাদারীপুর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। এর মাঝে গ্রেফতার হওয়া মাদারীপুরের ঝাউদি ইউনিয়নে ব্রাহ্মন্দী এলাকায় তামিম হাওলাদারের বাড়ির দুটি ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধরা।

বুধবার (১৪ মে) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে মাদারীপুর সদর থানা-পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনের বাড়িই মাদারীপুর জেলায়। এদের মধ্যে তামিম হাওলাদার ও পলাশ সরদারের বাড়ি সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে।

তিনি বলেন, অপরজনের বাড়ি ডাসার উপজেলার শশিকরে। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় তামিম হাওলাদারের বাড়িতে বিক্ষুব্ধরা অগ্নিসংযোগ করার খবর পেয়ে সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্য দুজনের বাড়িতে এখনো কেউ অগ্নিসংযোগ বা ভাঙচুর করেছে বলে কোনো খবর পাইনি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

গ্রেফতার হওয়া তামিম হাওলাদার সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকার এরশাদ হাওলাদারের ছেলে।

এ ঘটনায় গ্রেফতার আরও দুজন মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের কালাম সরদারের ছেলে পলাশ সরদার ও ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের যতন্দ্রীনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়তেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0