বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা দাবির মুখে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা অবৈধ দোকানপাটসহ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক এলাকা দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।
বেলা দেড়টায় সরেজমিন দেখা যায়, উদ্যানে থাকা অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাট ও স্থাপনা চারটি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। পুলিশের বিপুলসংখ্যক সদস্য উচ্ছেদ অভিযানে সহযোগিতা করছেন। পাশাপাশি উন্মুক্ত লাইব্রেরি সংলগ্ন যে ঘরটি ছিল সেটাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তখন পর্যন্ত একশর বেশি দোকানপাট এবং কাঠ ও টিন দিয়ে তৈরি ঘরসহ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার কথা বলেছে অভিযানকারী দল।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছিল। অভিযান শুরুর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে মুস্তাফা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী হাকিম মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নেতৃত্বে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ থানার পুলিশ ও আনসার সদস্যরা সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করছি।
“এটি একটি জাতীয় উদ্যান। নারী-পুরুষনির্বিশেষে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন। সবাই যাতে নির্বিঘ্নে, নিরাপদে চলাফেরা করতে পারেন, সেই উদ্দেশ্যেই আমাদের এই অভিযান। এখানে যেসব অবৈধ স্থাপনা আছে, আমরা উচ্ছেদ করে দিয়েছি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা বলেন, “আমরা ক্যাম্পাসকে নিরাপদ করতে এ অভিযান পরিচালনা করছি। যেখানে বিভিন্ন অংশীজন সহায়তা করছেন।
“আমরা উদ্যানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাই। তবে এ ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার হবে। আশা করছি, সবাই সেটি করবেন।”
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকের সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য (২৫) ছুরিকাঘাতে নিহত হন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়তেন। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।
সাম্যের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হচ্ছে। এক দল শিক্ষার্থী উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে ধর্মঘটের ডাক দিয়ে কলা ভবন, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে তালা লাগিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, গণপূর্ত মন্ত্রণালয় ও সিটি করপোরেশন বুধবার বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্তগুলো হল—
>> টিএসসি-সংলগ্ন উদ্যানের ফটকটি স্থায়ীভাবে বন্ধ করা হবে।
>> সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ, মাদক কারবার বন্ধ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি করপোরেশন, ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে।
>> নিয়মিত নজরদারি ও অভিযানের জন্য সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করবে গণপূর্ত মন্ত্রণালয়।
>> উদ্যানে পর্যাপ্ত আলো ও ক্লোজড সার্কিট (সিসি) টিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলোর নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
>> শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে দায়িত্ব পালনের জন্য পুলিশ বক্স স্থাপন করা হবে।
>> রমনা পার্কের মত সুশৃঙ্খল ব্যবস্থাপনা সোহরাওয়ার্দী উদ্যানেও চালু করা হবে।
>> রাত ৮টার পর উদ্যানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
বাংলাফ্লো/এসকে
Comments 0