বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার স্বীকৃতি নবায়ন, কোড নম্বর দেওয়া এবং এমপিওভুক্তির কার্যক্রম শুরু করেছে সরকার। এরমধ্যে এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে, যা চলবে ১০ জুলাই পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এই কার্যক্রমের বিষয়ে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ অনুসারে যেসব মাদ্রাসা এখনো কোড নম্বর পায়নি, তাদের অগ্রাধিকার ভিত্তিতে কোড নম্বর দেওয়া এবং স্বীকৃতি নবায়নের কাজ শুরু হবে। একই সঙ্গে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার স্বীকৃতি নবায়নের কাজ জরুরি ভিত্তিতে হালনাগাদ করা হবে।
এছাড়া, নতুন করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পাঠদানের অনুমতির ক্ষেত্রেও নীতিমালার আলোকে প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে মাদ্রাসাগুলোর প্রধানদের নির্ধারিত ফি জমা দিয়ে তথ্য ছক পূরণ করে উপজেলা ও জেলা পর্যায়ের কর্তৃপক্ষের সত্যায়নসহ বোর্ডে আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩ জুলাই থেকে। আবেদন করা যাবে ১০ জুলাই পর্যন্ত। আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ অনলাইনে। শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং ব্যানবেইসের ওয়েবসাইটে “Online Ebtedie MPO Application” শিরোনামে নির্ধারিত লিংক ব্যবহার করে আবেদনপত্র পূরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুদানভুক্ত ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিওভুক্তির সব কার্যক্রম হবে ডিজিটাল পদ্ধতিতে। নীতিমালায় নির্ধারিত মানদণ্ড অনুযায়ী উপযুক্ত প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এমপিও আবেদন সরাসরি বা ই-মেইলের মাধ্যমে গ্রহণ করা হবে না।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক জানান, এ উদ্যোগের মাধ্যমে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর কাঠামোগত ও প্রশাসনিক স্বীকৃতি সুসংহত হবে এবং অনুদান পাওয়া প্রতিষ্ঠানগুলোর টেকসই পরিচালনার পথ প্রশস্ত হবে।
একইসঙ্গে এবারের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা বজায় রাখার জন্য অনলাইন আবেদন ছাড়া অন্যকোনো মাধ্যমে আবেদন নেওয়া হবে না বলে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব (এমপিও) মো. আব্দুল হান্নান।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0