Logo

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

১৯৮৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল। যার ওয়ানডে ক্রিকেটে অভিষেক ১৯৮৮ সালে। ৩৯টি ওয়ানডে খেলে তিন হাফ সেঞ্চুরিতে তার রান ৭৯৪। টেস্টও খেলেছেন ১৩টি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।

শুক্রবার (৩০ মে) বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করে প্রজ্ঞাপন দিয়েছে ক্রীড়া পরিষদ।

এ দিন বিকেলে জরুরী সভায় বসে বিসিবি। সেখানেই সংখ্যাগরিষ্ঠ পরিচালকের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন বুলবুল।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) রাতেই জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ফারুক আহমেদের কাউন্সিলরশিপ বাতিল করা হয়।

আর এনএসসি থেকে বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন করা হয়। বৃহস্পতিবার রাতেই এক অনলাইন সভায় তাকে কাউন্সিলর করা হয়।

উল্লেখ্য, সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ৯ মাসও কাটেনি, এর মধ্যেই হারিয়েছেন পরিচালকদের আস্থা। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুকের বিসিবি পরিচালক পদে থাকা নিয়োগ বাতিল করে। গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালক পদ হারানোর সঙ্গে সঙ্গে বাতিল হয় তার সভাপতির পদটিও, কারণ বিসিবি সভাপতির পদে থাকতে হলে পরিচালক হওয়া আবশ্যক।

ফারুকের অপসারণ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নতুন বিকল্প হিসেবে যোগাযোগ করে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) কর্মরত থাকলেও মন্ত্রণালয়ের ইঙ্গিত পাওয়ার পর সেই পদ ছেড়ে দেন বুলবুল।

২৯ মে, যেদিন ফারুকের পরিচালক পদ বাতিল হয়, সেদিনই জাতীয় ক্রীড়া পরিষদ বুলবুলকে কাউন্সিলর হিসেবে মনোনীত করে। এরপর ৩০ মে, এনএসসির নিয়মানুযায়ী বুলবুলকে বিসিবির পরিচালক পদে নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তী ধাপে তিনি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেন।

প্রসঙ্গত, এনএসসির ক্ষমতাবলে বিসিবিতে ৫ জন কাউন্সিলর এবং ২ জন পরিচালক মনোনীত হতে পারেন। এর আগেও এই কোটায় বোর্ড পরিচালকের দায়িত্বে ছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। তবে গত আগস্টে সরকার পরিবর্তনের পর জালাল ইউনুস পদত্যাগ করেন এবং ববিকে অপসারণ করা হয়।

১৯৮৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল। যার ওয়ানডে ক্রিকেটে অভিষেক ১৯৮৮ সালে। ৩৯টি ওয়ানডে খেলে তিন হাফ সেঞ্চুরিতে তার রান ৭৯৪। টেস্টও খেলেছেন ১৩টি।

ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান বুলবুল। ২০০২ সালে শেষ টেস্ট খেলার আগে ২৬ ইনিংসে করেছেন ৫৩০ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি আছে দুটি হাফ সেঞ্চুরিও। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ওয়ানডে দলকেও নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ১৬ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে দুটি ম্যাচ।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0