জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে সংঘর্ষে জড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শিবির দাবি করছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কমার্স কলেজের সামনে একটি হেল্প ডেস্ক স্থাপন করে ছাত্রশিবির। সেখানে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের বসে বিশ্রাম নেওয়া, পানি পান ও তথ্য জানার ব্যবস্থা ছিল। ছাত্রদলের নেতাকর্মীরা হেল্প ডেস্কে শিবিরের কর্মীদের উপর অতর্কিতভাবে হামলা করে।
হামলায় আহতরা হলেন- শিবিরের মহানগর দক্ষিণ কলেজ শাখার সম্পাদক মোজাহেরুল ইসলাম, কামরুজ্জামান জীবন ও আব্দুল হাদী রাহি। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। যদিও শিবিরের অভিযোগ মিথ্যা দাবি করে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ছাত্রশিবির ধর বলে আওয়াজ তুলে আক্রমণের চেষ্টা করেছিল। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতদের তিন জনকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মো. ইব্রাহিম রনি বলেন, ‘আমরা কোনও রাজনৈতিক প্রচার করিনি। কেবল ভর্তি পরীক্ষার্থীদের সাহায্য করছিলাম। ছাত্রদলের নেতাকর্মীরা এসে বাধা দিয়েছে। আমরা তাদের বলি, এটা তো শিক্ষার্থীবান্ধব কর্মসূচি। একপর্যায়ে তারা তেড়ে গিয়ে আমাদের ভাইদের ওপর হামলা করে। এতে আমাদের চার জন আহত হন। এর মধ্যে তিন জনকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়।’
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল উদ্দিন বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে কলেজে অনেক শিক্ষার্থীর সমাগম হয়। গেটের বাইরে একটি হেল্প ডেস্কে মোবাইল রাখা নিয়ে একজন ছাত্রীর সমস্যা হয়। তখন কলেজের ভেতর থেকে একজন বলতে থাকে- ছাত্রদল ধর, মার। এরপর সামান্য ধাক্কাধাক্কি হয়।’
এ প্রসঙ্গে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, ‘কমার্স কলেজে দুই পক্ষের মধ্যে হালকা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ উপস্থিত থাকায় বড় কোনও সংঘর্ষে রূপ নেয়নি।’
বাংলাফ্লো/এনআর
Comments 0