স্পোর্টস ডেস্ক
ঢাকা: গতকাল রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তিনি। সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন আব্দুর রহমান আলিফ।
ফাইনাল ম্যাচে তিনি জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন। প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। তবে দারুণভাবে ঘুরে দাঁড়ান জাপানের আর্চার গাকুতো। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি। ফলে পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে আলিফ ২৯-২৬ পয়েন্টের ব্যবধানে গাকুতোকে পেছনে ফেলে সোনা জিতে নেন।
দেশে ফিরে স্বর্ণজয়ী এই আর্চার বলেন, কোচ আমাকে বলেছিলেন, ইনশাআল্লাহ তুমি পারবে। তার এই কথাটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। যখন সেমিফাইনালে উঠেছি, তখনই মূলত স্বর্ণের চিন্তা করেছি। সামনে আমরা রিকার্ভ টিম হিসেবেই অলিম্পিকে কোয়ালিফাই করতে চাই।
অলিম্পিকে খেলতে হলে আরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে হবে বলে মনে করেন আলিফ। তিনি বলেন, আমাদের আরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে হবে। যত বেশি অংশ নেব, আমাদের র্যাংকিং বাড়বে। খেলায় এগিয়ে যাওয়ার পথ সহজ হবে।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগে অনেকবারই অংশ নিয়েছেন আব্দুর রহমান আলিফ। বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও কখনও কোনো পদক জিততে পারেননি একক ইভেন্টে। এশিয়া কাপ আর্চারির সোনা জয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0