Logo

নির্বাচন বিষয়ে সরকারি নির্দেশনার অপেক্ষায় সেনাবাহিনী: সেনাসদর

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা সেনানিবাসে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সেনাসদরের অপারেশনস পরিদপ্তরের কর্নেল মো. শফিকুল ইসলাম এক প্রশ্নের জবাবে একথা বলেন।

ছবি : সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: নির্বাচনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী এখনো অফিশিয়ালি কোনো নির্দেশনা পায়নি। সরকার নির্বাচন সংক্রান্ত বিষয়ে বললে সেভাবেই সেনাবাহিনী কাজ করবে।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা সেনানিবাসে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সেনাসদরের অপারেশনস পরিদপ্তরের কর্নেল মো. শফিকুল ইসলাম এক প্রশ্নের জবাবে একথা বলেন।

এ সময় আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের অস্ত্র প্রশিক্ষণের বিষয়ে ‘ক্রাইসিস ম্যানেজমেন্টের’ প্রতিবেদনের প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো বিস্তারিত জানি না।’

সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে শফিকুল ইসলাম বলেন, ‘মব ভায়োলেন্স ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া শীর্ষ সন্ত্রাসীসহ চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে যে অভিযান চলছে সেটা চলমান থাকবে।’

এ সময় তিনি গত তিন সপ্তাহের সেনাবাহিনীর বিভিন্ন অভিযান এবং কার্যক্রমের সাফল্যসমুহ তুলে ধরেন।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0