Logo

কোচ না হয়েও দূর থেকে রংপুরের দায়িত্ব সামলাবেন আর্থার

আর্থার দলে না থাকলেও তার ভূমিকা থাকবে বলে জানিয়েছেন শানিয়ান, 'আমরা স্কোয়াড গঠনের সময় প্রতিটি খেলোয়াড় নিয়ে মিকির সঙ্গে আলোচনা করেছি, গায়ানার কন্ডিশনে কারা ভালো করবে সেটি মাথায় রেখেই দল সাজানো হয়েছে।'

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর। এবারের আসরেও বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। সবশেষ আসরটিতে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে গেলবারের মতো এবার দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন না মিকি আর্থার।

রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম বিষয়টি নিশ্চিত করেছেন। জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, 'ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ার ক্লাবের কোচ হিসেবে দায়িত্বে থাকায় মিকি এই মুহূর্তে সরাসরি থাকতে পারবেন না। তাই আমরা গ্রেগ স্মিথকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি।'

'মিকি আর্থার স্মিথের ওপর পুরোপুরি আস্থা রাখেন। মাঠে গ্রেগ স্মিথ দল পরিচালনা করলেও মিকি আর্থার নিয়মিত দলের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং কৌশলগত দিকনির্দেশনা দিয়ে যাবেন।'-যোগ করেন তিনি।

আর্থার দলে না থাকলেও তার ভূমিকা থাকবে বলে জানিয়েছেন শানিয়ান, 'আমরা স্কোয়াড গঠনের সময় প্রতিটি খেলোয়াড় নিয়ে মিকির সঙ্গে আলোচনা করেছি, গায়ানার কন্ডিশনে কারা ভালো করবে সেটি মাথায় রেখেই দল সাজানো হয়েছে।'

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাইল মায়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ, হারমিত সিং, খাজা নাফে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0