Logo

বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ বিএনপির

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে বিএনপি।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার(৫জুন) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের কাছে এই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, তাদের সাম্প্রতিক বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়।

গত ২০ মে এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিক্রিয়া জানান, শামসুজ্জামান দুদু। কিছুদিন ধরেই তার সেই মন্তব্য নিয়ে সমালোচনা উঠে সামাজিক যোগোযোগ মাধ্যমে। এদিকে, বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুর বক্তব্য গত কয়েকদিন ধরে আলোচনায় আসে। একটি অনুষ্ঠানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেন।

এমন বক্তব্যের পর পরই তাদের দুইজনকে সতর্ক করে চিঠি দেয় বিএনপি।

বাংলাফ্লো/এসকে

Leave a Comment

Comments 0