স্পোর্টস ডেস্ক
ঢাকা: আগামী আসরের জন্য অনেক আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটের আগেই ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে দলটি।
তবে কাদের সঙ্গে চুক্তি হয়েছে, সেটি এখনই প্রকাশ করতে রাজি নয় তারা।
দলের কর্ণধার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করে ফেলেছি। তবে নামগুলো এখনই প্রকাশ করছি না, কৌশলগত কারণে। কারণ অন্য দলগুলো যদি জানতে পারে আমরা কাদের নিচ্ছি, তাহলে হয়তো তাদের টার্গেট করে বেশি অর্থের প্রস্তাব দিতে পারে। এতে করে আমাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে। তাই আমরা ঠিক করেছি, প্রথম ম্যাচের দিনই ঘোষণা করব কে কে খেলছেন আমাদের হয়ে। ’
গত মৌসুমেও বিদেশি তারকার অভাব ছিল না ফরচুন বরিশালে। পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি ছিলেন আসরের সবচেয়ে আলোচিত নাম। এছাড়া ছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফ।
তবে দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামের। সে প্রসঙ্গ টেনে মিজান বলেন, ‘নিশাম আমাদের স্কোয়াডে ছিলেন। পরিকল্পনা ছিল খুলনার বিপক্ষে খেলানোর। কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষ হয় চট্টগ্রাম। স্কোয়াড কম্বিনেশনের কারণে তখন আর তাকে খেলানো হয়নি। তবে তিনি পুরো সময় দলের সঙ্গে ছিলেন, অনুশীলনে অংশ নিয়েছেন এবং জয়ী দলের অংশ হিসেবে সেই আনন্দ ভাগ করে নিয়েছেন।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0