স্পোর্টস ডেস্ক
ঢাকা: গত বছর বিদেশের মাটিতে একাধিক টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া ছিল উল্লেখযোগ্য। এবার শ্রীলঙ্কা সিরিজে প্রথম টেস্ট ড্র করেছে। তবে দ্বিতীয় ম্যাচ হারায় দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে। অবশ্য নাজমুল হোসেন শান্ত মনে করেন, আগের চেয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।
সদ্য সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আপনি যদি শেষ দুই-এক বছরের টেস্ট দল দেখেন, আমরা দেশের বাইরে এসে এখন জিতছি বা ড্র করছি। আগের থেকে যদি আপনি বলেন, আগের থেকে ভালো হয়েছে। তবে ধারাবাহিকতার জায়গায় ঘাটতি আছে। খেলায় হারজিত থাকবে।'
'আমার মনে হয় যে, প্রথম টেস্টটি আমরা যেভাবে ডমিনেট করে খেললাম, এই টেস্টটা আরেকটু ভালো খেলতে পারতাম ডমিনেট করে খেলতে পারতাম তাহলে উন্নতির জায়গাটা আমরা দেখতে পেতাম।'-যোগ করেন তিনি।
দেশের মাটিতে স্পিনারদের পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, 'আমার মনে হয় নাঈমের বোলিংটা আমরা এই সিরিজ থেকে নিতে পারি। সাতটা টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার। ডিফিকাল্ট, এভাবে ভালো পারফর্ম করা, স্পেশালি এই টেস্ট ম্যাচের শুরুর কয়েকটা ওভার ভালো না করার পরে, যেভাবে তৃতীয় দিনে বোলিং করে কামব্যাক করেছে। আমরা জানি যে, তাইজুল ভাই দলের জন্য ৪০-৪৫ ওভার করে বল করে এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার।'
'মুশফিক ভাই অনেকদিন পরে এরকম একটা লম্বা ইনিংস খেলেছেন। সবমিলে বেশ কিছু জায়গা আছে যেগুলা নিয়ে আমরা সামনে এগোতে পারি। ওয়ানডে সিরিজে আমার মনে হয় না এই সিরিজ থেকে খুব বেশি কিছু আমাদের নিয়ে যাওয়াটা ঠিক হবে, কারণ আলাদা ফরম্যাট। ওইটা আলাদাভাবে চিন্তা করাটাই ভালো।'
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0