Logo

চার পরিবর্তন নিয়ে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ সময় রাত ৯টায় খেলাটি শুরু হবে।

বাংলাদেশ ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

ঢাকা: দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আরব আমিরাত। প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে যাছে বাংলাদেশ। সোমবার (১৯ মে) শারজায় টস হেরে ব্যাটিং করবে লিটন দাসের দল। বাংলাদেশ সময় রাত ৯টায় খেলাটি শুরু হবে।

দুবাই বিমানবন্দরে দুই দিন আটকে থাকার কারণে অনুশীলন করতে পারেননি নাহিদ রানা-রিশাদ হোসেন। প্রথম ম্যাচে দুজনে ছিলেন বিশ্রামে। দ্বিতীয় ম্যাচে দুজনকে রেখে একাদশ সাজানো হয়েছে। চার পরিবর্তন এসেছে বাংলাদেশ একাদশে। মোস্তাফিজুর রহমান আইপিএলে, বিশ্রামে রাখা হয়েছে পারভেজ ইমন, হাসান মাহমুদ ও শেখ মাহাদীকে। রিশাদ-রানার সঙ্গে একাদশে ফেরেন নাজমুল হোসেন শান্ত-শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, নাহিদ রানা।

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0