Logo

৩৭১ রান তাড়ায় বেন ডাকেটের সেঞ্চুরি

আজ শেষ দিনে আরও অন্তত ৫১ ওভার খেলা হওয়ার কথা। ৫১ ওভার খেলা হলে ৩০৬ বলে ইংল্যান্ডকে জয় পেতে হলে আরও ১৫৯ রান করতে হবে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: লিডস টেস্টে জয়ের জন্য স্বাগতিক ইংল্যান্ডকে ৩৭১ রানের টার্গেট ছুড়ে দিয়েছে সফরকারী ভারত।

রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেছেন ইংল্যান্ডের দুই তারকা ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। উদ্বোধনী জুটিতে তাড়া ১৮৮ রানের পার্টনারশি গড়েন। তাদের এই জুটিতেই জয়ের স্বপ্ন দেখা শুরু করে ইংরেজরা।

আজ শেষ দিনে আরও অন্তত ৫১ ওভার খেলা হওয়ার কথা। ৫১ ওভার খেলা হলে ৩০৬ বলে ইংল্যান্ডকে জয় পেতে হলে আরও ১৫৯ রান করতে হবে।

লিডস টেস্টের প্রথম ইনিংসে শুভমান গিল (১৪৭), ঋভষ পন্থ (১৩৪) ও জয়সওয়ালের (১০১) সেঞ্চুরিতে ভর করে ৪৭১ রান করে ভারতীয় ক্রিকেট দল।

জবাবে ব্যাটিংয়ে নেমে ওলি পোপের সেঞ্চুরি আর হ্যারি ব্রুকের ৯৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৪৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড।

প্রথম ইনিংসে পাওয়া ৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল ও ঋষভ পন্থের সেঞ্চুরিতে ৩৬৪ রান করে ভারত। দলের হয়ে ১৩৭ ও ১১৮ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল ও ঋভষ পন্থ।

চতুর্থ ইনিংসে ৩৭১ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0