Logo

বাংলাদেশ দল কেন ১ নম্বর দল হবে না প্রশ্ন বুলবুলের

'দেখেন আমরা পৃথিবীর সেরা ১২ দলের ভেতরে, আমরা সব সময় সাত-আট-নয়-দশের মধ্যে থাকি। কেন আমরা ১ নম্বর দল হতে পারবো না? কেন আমরা ১ নম্বর টেস্ট দল হতে পারব না। কেন আমরা ১ নম্বর টি-টোয়েন্টি দল হতে পারব না।'

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী উপলক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি। এই আয়োজনের অংশ হিসেবে আজ শনিবার রংপুরে গিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তাও রয়েছেন সঙ্গে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের সঙ্গে রংপুরের ক্রিকেটাররাও যোগ দেন।

ক্রিকেটার নাসির হোসেনকেও দেখা দেখা গেছে সেখানে। রংপুরে উপস্থিত হয়ে বিসিবি সভাপতি বুলবুলের প্রশ্ন কেন বাংলাদেশ দল সব ফরম্যাটে এক নম্বর হতে পারবে না। বুলবুল বলছিলেন, 'দেখেন আমরা পৃথিবীর সেরা ১২ দলের ভেতরে, আমরা সব সময় সাত-আট-নয়-দশের মধ্যে থাকি। কেন আমরা ১ নম্বর দল হতে পারবো না? কেন আমরা ১ নম্বর টেস্ট দল হতে পারব না। কেন আমরা ১ নম্বর টি-টোয়েন্টি দল হতে পারব না।'

'কেন ১ নম্বর ওয়ানডে দল হতে পারবো না ছেলেরা এবং মেয়েরা। এটা শুধু সময়ের ব্যাপার, আমাদের সকলের একসঙ্গে কাজ করতে হবে। এই বাচ্চারা যে এখন স্বপ্ন দেখছে এই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়িত করতে পারি সেটা লক্ষ্য থাকবে।'- যোগ করেন বিসিবি সভাপতি।

এদিকে, গতকাল যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সাবেক ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ বলেন, 'শনিবার (২৮ জুন) রংপুরের ক্রিকেটের আঁতুরঘর ক্রিকেট গার্ডেন মাঠ পরিদর্শন করবেন, বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, বোর্ড পরিচালকসহ দায়িত্বশীল ব্যক্তিরা। তারা জেলা ক্রীড়া সংস্থার সাথে আলোচনা করবেন। আমি বুলবুল ভাইয়ের কাছে আবেদন রাখবো, আমাদের এমন কোন প্রতিশ্রুতি দিয়েন না, যেটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন না। বিভাগীয় পর্যায়ে ক্রিকেটে যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, আমরা আপাতত সেটাই চাই। এটা আমাদের মৌলিক অধিকার।'

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0