Logo

পঞ্চম শ্রেণির পর ছাত্রশিবিরে ভর্তির আহ্বান

ছেলে-মেয়েরা পঞ্চম শ্রেণি পাশ করলেই তাদেরকে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থায় ভর্তি করানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাও. রফিকুল ইসলাম খান।

ছবি সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ছেলে-মেয়েরা পঞ্চম শ্রেণি পাশ করলেই তাদেরকে ছাত্রশিবির ও ছাত্রী সংস্থায় ভর্তি করানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাও. রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, 'বাংলাদেশ ছাত্রশিবির আর ছাত্রী সংস্থা বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্য সবচাইতে নিরাপদ ঠিকানা। আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন সেই ছেলে নেশাখোর হবে না, অন্যের মেয়ের ওড়না টেনে ধরবে না, আপনি নিশ্চিত হতে পারেন শিবির করার কারণে আপনার ছেলের রেজাল্ট খারাপ হবে না। এতগুলো নিশ্চয়তা যার, যে সংগঠনের মধ্যে আপনার ছেলে পায়, আপনি বাপ মা পাবেন সেই সংগঠন থাকার পরে আপনাদের ছেলে মেয়েদের আন্দোলনে নাই দেই তাহলে আমরা দুর্ভাগা ছাড়া আর কিছুই নই।'

শনিবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামির ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামির এ কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, 'বাংলাদেশের মানুষ সন্ত্রাস, নৈরাজ্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ যদি আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে জামায়াত রাজা হবে না, জনগণকে প্রজা বানাবে না। আমরা হবো দেশের মানুষের সেবক। জামায়েত যদি দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে কোন চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। জামায়াতে ইসলামিতে কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই নেই।

তিনি আরও বলেন, 'অন্তরবর্তী সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে এই গণহত্যার বিচার করতে হবে। সরকারের ভেতরে-বাইরে ফ্যাসিবাদী দোসর যারা এখনো আছে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা জানি ফ্যাসিবাদী দোসরদের অনেকেই আরেকটি দলের ঘাড়ে সোয়ার হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটা প্রশাসন জানে, সরকার জানে, আমরা বলবো তাদের চিহ্নিত করে

গ্রেপ্তার করুন।

মাও. রফিকুল ইসলাম খান আরও বলেন, 'বাংলাদেশকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে। আর নতুন করে ঢেলে সাজানোর পর প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার, এর পর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতা-কৃষক-শ্রমিক, মেহনতি মানুষ, সব শ্রেণি-পেশার মানুষ, দল, মত জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকারের নায়িকা, প্রধান নায়িকা শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।'

গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা শাখার আমির মাও. বদরুদ্দিন, গোপালগঞ্জের সাবেক জেলা আমির অ্যাড. আজমল হোসেন সরদার প্রমুখ।

বাংলাফ্লো/এসকে

Leave a Comment

Comments 0