Logo

অপরাজিত থেকেই বিশ্বকাপে জায়গা করে নিল কানাডা

দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চলেছে কানাডা, এর আগে ২০২৪ সালে তারা প্রথমবার অংশ নিয়েছিল।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল কানাডা। শনিবার বাহামাকে সাত উইকেটে হারিয়ে তারা আমেরিকা অঞ্চলের চূড়ান্ত পর্ব থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চলেছে কানাডা, এর আগে ২০২৪ সালে তারা প্রথমবার অংশ নিয়েছিল।

অন্টারিওর মেপল লিফ ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাহামা টস জিতে ব্যাট করতে নামে, কিন্তু পুরো ইনিংসেই ছিল ধ্বংসযজ্ঞ। কালীম সানা ও শিভম শর্মার দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় বাহামা। দুই বোলারই নিয়েছেন ৩টি করে উইকেট।

জবাবে মাত্র ৩৩ বলেই লক্ষ্যে পৌঁছে যায় কানাডা। ওপেনার দিলপ্রীত বাজওয়া ১৪ বলে ৩৬ রান করে অপরাজিত থেকে দলকে অনায়াস জয় এনে দেন। পুরো ম্যাচে কানাডার আধিপত্য ছিল চোখে পড়ার মতো।

এই টুর্নামেন্টে কানাডার পারফরম্যান্স ছিল অনবদ্য। শুরুতেই বারমুডাকে ১১০ রানে হারায় তারা, এরপর কেম্যান আইল্যান্ডসকে হারায় ৫৯ রানে। বাহামার বিপক্ষে প্রথম ম্যাচেও জয় আসে ১০ উইকেটে। দ্বিতীয় রাউন্ডেও দুর্দান্ত ফর্ম বজায় রেখে তারা আবার কেম্যান আইল্যান্ডসকে হারায়, মাত্র পাঁচ ওভারের ম্যাচে জয় পায় ৪২ রানে।

সব মিলিয়ে, পাঁচটি ম্যাচেই জয় তুলে নিয়ে অপরাজিত থেকেই টুর্নামেন্ট শেষ করেছে কানাডা।

এই জয়ে কানাডা যুক্ত হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা ১১টি দলের তালিকায়। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল।

অবশিষ্ট দলগুলো বাছাই হবে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার আঞ্চলিক কোয়ালিফায়ার থেকে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0