জেলা প্রতিনিধি
টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার সময় কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে আটকের ঘটনায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত মোতাবেক তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ ছাত্রদলের সভাপতি মো. মৃদুল হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
এর আগে সকালে এইচএসসি পরীক্ষা চলাকালীন নকল দেওয়ার সময় কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক। বর্তমানে তিনি কালিহাতী থানায় রয়েছেন।
এ নিয়ে মিডিয়াগুলোতে সংবাদ প্রচার হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
বাংলাফ্লো/এনআর
Comments 0