বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টির মধ্যেই ফের রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ছাত্রদল নেতারা এই কর্মসূচি পালন করছেন।
মঙ্গলবার (২০ মে) বিকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। এসময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়েই তারা শাহবাগে অবস্থান নেন তারা। ছাত্রদলের অবস্থান কর্মসূচির ফলে শাহবাগ এলাকা দিয়ে যান-চলাচল বন্ধ হয়ে যায়। এতে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়েছেন মানুষ।
অবস্থান কর্মসূচিটিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা রয়েছেন।
বাংলাফ্লো/আফি
Comments 0