Logo

সৌম্যর না থাকা এবং নাঈম শেখের ফেরা নিয়ে জানালেন প্রধান নির্বাচক

ঘোষিত দলে দীর্ঘদিন পর দলে ফিরলেন নাঈম শেখ। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা। ২ বছর পর দলে ফেরা নাঈম শেখের বিষয়ে সংবাদ সম্মেলনে ব্যাখা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শেষ হয়েছে বাংলাদেশ দলের। এবার দ্বিতীয় টেস্টে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দল। তার আগে আজ সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

ঘোষিত দলে দীর্ঘদিন পর দলে ফিরলেন নাঈম শেখ। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা। ২ বছর পর দলে ফেরা নাঈম শেখের বিষয়ে সংবাদ সম্মেলনে ব্যাখা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

প্রধান নির্বাচক বলছিলেন, 'দল নির্বাচনের আগে এই মুহূর্তে আমরা নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশন এর কথা ভাবি। সেটা ভাবার সময় ওপেনারের জায়গা তো একটা স্পেশালিস্ট জায়গা। তখন একজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করতে হয়। দলে তো ওপেনার তিনজন আপনার সাধারণত থাকে। সেই আলোকে আমাদের যখন চিন্তা করতে হয়েছে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং অ্যাভেইলেবল আছে সেই আলোকেই নাঈম শেখ এসছে দলে।’

নাইম শেখ অবশ্য জাতীয় দলে এসেছেন নিজেকে প্রমাণ করেই। এপ্রিলে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ খেলে ৬১৮ রান করেছিলেন। যা এবারের আসরে তৃতীয় সর্বোচ্চ। এর আগে বিপিএলে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।

পরে সৌম্য সরকারের না থাকা নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সৌম্য সরকার অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ১০ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সাম্প্রতিক ক্রিকেটে যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন। এবং বড় ক্যানভাসের সার্বিক সহযোগিতা করার জন্য আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন। তাকে আরো এক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে যোগ্যতার আলোকে।’

শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে। গলে প্রথম টেস্ট শেষ হওয়ার পর ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0