স্পোর্টস ডেস্ক
ঢাকা: ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আগামী মঙ্গলবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে জুভেন্টাস। সেই ম্যাচের আগে ইতালিয়ান ক্লাবটিতে এসেছে দুঃসংবাদ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে বিধ্বস্ত হওয়ার ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়ে ছিটকে গেছেন ডিফেন্ডার নিকোলো সাভোনা।
প্রথম দুই ম্যাচে জিতে আগেই ক্লাব বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছিল জুভেন্টাস। তবে গতকাল বৃহস্পতিবার সিটির কাছে তারা ৫-২ গোলে হেরে গ্রুপ রানার্সআপ হয়। ম্যাচের ৬০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ইতালিয়ান ডিফেন্ডার সাভোনা। পরদিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের বাকি অংশে তিনি আর খেলতে পারবেন না।
ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে জুভেন্টাসের তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন ২২ বছর বয়সী সাভোনা। সিটির বিপক্ষে চোট পাওয়ার পর পরীক্ষা শেষে তার বাঁ পায়ের লিগামেন্টে বেশ গুরুতর চোট ধরা পড়েছে। জুভেন্টাস কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে এবং মাসখানেক পর তার অবস্থা পর্যালোচনা করা হবে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0