Logo

ক্লাব বিশ্বকাপ: মেসিকে কিভাবে থামানোর পরিকল্পনা এনরিকে'র?

২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার ঐতিহাসিক ট্রেবলজয়ী দলের কোচ ছিলেন এনরিকে। সেই দলে ছিলেন মেসির পাশাপাশি সার্জিও বুসকেতস, জর্ডি আলবা, লুইস সুয়ারেজ এবং কোচিং স্টাফে ছিলেন জাভিয়ের মাশচেরানো। মাশচেরানো এখন ইন্টার মায়ামির কোচ। বাকিরা সেই দলের ফুটবলার।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে মুখোমুখি হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইন্টার মায়ামি। তবে শুধু একটি নকআউট ম্যাচ নয়, এই ম্যাচ এক আবেগঘন পুনর্মিলনের নামও। পিএসজি কোচ লুইস এনরিকে আবারও দেখবেন সেই খেলোয়াড়কে, যার নেতৃত্বে বার্সেলোনায় গড়েছিলেন সাফল্যের সোনালি অধ্যায়। তিনি লিওনেল মেসি।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এনরিকে অকপটে স্বীকার করলেন, ‘এটা শুধু আমার জন্য নয়, ক্লাব এবং যারা মেসির সঙ্গে খেলেছে—সবাইয়ের জন্যই এক আবেগঘন উপলক্ষ। মেসিকে সামনে থেকে দেখেছি, কোচিং দিয়েছি। সে এখনো অনন্য।’

২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার ঐতিহাসিক ট্রেবলজয়ী দলের কোচ ছিলেন এনরিকে। সেই দলে ছিলেন মেসির পাশাপাশি সার্জিও বুসকেতস, জর্ডি আলবা, লুইস সুয়ারেজ এবং কোচিং স্টাফে ছিলেন জাভিয়ের মাশচেরানো। মাশচেরানো এখন ইন্টার মায়ামির কোচ। বাকিরা সেই দলের ফুটবলার।

এনরিকে বলেন, ‘এরা শুধু খেলোয়াড় নয়, আমার কাছে এরাও একেকজন স্মৃতির প্রতীক। মাঠে প্রতিপক্ষ হলেও, ম্যাচের আগে ও পরে এই পুনর্মিলন হবে বিশেষ কিছু।’

পিএসজি কোচ মেসির প্রসঙ্গে বলেন, ‘লিও মেসিকে থামানো একজন ডিফেন্ডার দিয়ে সম্ভব নয়। যদি আমরা একক কাউকে দিয়ে চেষ্টা করি, আমরা মরে যাবো। ওর জন্য আমাদের দলগতভাবে ভাবতে হবে।’

তিনি যোগ করেন, ‘বুসকেতস এখনো আগের মতোই নিখুঁত পাস দেন, আলবা এখনো ভেতরে ঢুকে ভয়ঙ্কর। আর লুইস সুয়ারেজ? আপনি নিশ্চয়ই দেখেছেন তার শেষ গোলটা। এখন আবার মাশচেরানোর মতো কোচ থাকায় ওরা দল হিসেবে আরো পরিপূর্ণ।’

এনরিকে সতর্ক করলেন তার খেলোয়াড়দের, ‘ফুটবলে ১০ সেকেন্ডের অমনোযোগিতার ফল ভয়াবহ হতে পারে। ইন্টার মায়ামি অভিজ্ঞতায় পূর্ণ। আমরা যদি বল দখলে না রাখতে পারি, চাপ তৈরি করতে না পারি, তবে বিপদ হবেই। ম্যাচটা কঠিন হবে।’

পিএসজির ফরাসি উইঙ্গার ওসমান দেম্বেলে চোট কাটিয়ে ফিরেছেন অনুশীলনে। তবে এনরিকে জানিয়েছেন, ফিটনেস নিয়ে ঝুঁকি নেবেন না, ‘ওর জন্য আমরা ঝুঁকি নেব না। আমাদের সামনে আরও অনেক ম্যাচ আছে।’

মেসিকে নিয়ে এনরিকে আরও বলেন, ‘আমি মেসিকে যতবার দেখেছি, শুধু ম্যাচে না, অনুশীলনেও—সবসময়ই মনে হয়েছে এই মানুষটা ভিন্ন গ্রহের। ওর খেলার ধারাবাহিকতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, টেকনিক—অসাধারণ। আমি সৌভাগ্যবান, যে তিন বছর ওর সঙ্গে ছিলাম।’

ইন্টার মায়ামির কোচ জাভিয়ের মাশচেরানোকে নিয়েও প্রশংসা ঝরল এনরিকের কণ্ঠে, ‘মাঠে থেকেই সে ছিল এক কোচ। পেপ গার্দিওলার হাত ধরে সেন্টারব্যাকে রূপান্তর, আমার সময়েও সেটি ছিল কার্যকর। আমি তখনই বুঝে গিয়েছিলাম—মাশচেরানো একদিন বড় কোচ হবে।’

এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও ফ্ল্যামেঙ্গোর ম্যাচের বিজয়ীর সঙ্গে। রবিবার রাতে মেসি বনাম এনরিকে, বার্সা অধ্যায়ের স্মৃতি যখন মুখোমুখি হবে আধুনিক ফুটবলের নতুন ইতিহাসের সম্ভাবনায়, তখন শুধু গোল নয়—মাঠে ফুটে উঠবে হৃদয়ের গল্পও।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0