স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশ সময় অনুযায়ী ৫ জুলাই শুরু হচ্ছে ২০২৫ ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। এরই মধ্যে নিশ্চিত হয়েছে আটটি দল—আল হিলাল, পালমেইরাস, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, ফ্লুমিনেন্স, রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। এই আট দলের মধ্যে এক দলের মাথায় উঠবে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের শিরোপার মুকুট। আগামী ৫ ও ৬ জুলাই (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত হবে এ চারটি হাইভোল্টেজ ম্যাচ। দেখে নেওয়া যাক সেই সূচি:
শুক্রবার, ৫ জুলাই
ফ্লুমিনেন্স বনাম আল হিলাল | রাত ১:০০টা, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম, অরল্যান্ডো
পালমেইরাস বনাম চেলসি | ভোর ৭:০০টা, লিংকন ফিনান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়া
পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ | রাত ১০:০০টা, মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা
শনিবার, ৬ জুলাই
রিয়াল মাদ্রিদ বনাম বরুশিয়া ডর্টমুন্ড | রাত ২:০০টা, মেটলাইফ স্টেডিয়াম, নিউইয়র্ক
শেষ ষোলোয় দেখা গেছে বেশ কিছু নাটকীয়তা। আল হিলাল হটিয়ে দিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ৪-৩ ব্যবধানে, যা টুর্নামেন্টের অন্যতম বড় চমক। ফ্লুমিনেন্স ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে, পালমেইরাস ও চেলসি যথাক্রমে বোটাফোগো ও বেনফিকাকে পরাজিত করে পুল চ্যাম্পিয়ন হয়েছে।
এদিকে মেসির ইন্টার মায়ামি ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে পিএসজির বিপক্ষে, আর বায়ার্ন মিউনিখ ৪-২ ব্যবধানে হারিয়েছে ফ্ল্যামেঙ্গোকে এক রোমাঞ্চকর ম্যাচে। রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে জুভেন্তাসকে, যেখানে গোল করেন গার্সিয়া, আর বরুশিয়া ডর্টমুন্ড শেষ মুহূর্তে মেক্সিকোর মনতের্রেকে হারিয়ে নিশ্চিত করেছে শেষ আট।
বুধবার, ৯ জুলাই | প্রথম দুটি কোয়ার্টার ফাইনালের জয়ীরা | রাত ১:০০টা, মেটলাইফ স্টেডিয়াম
বৃহস্পতিবার, ১০ জুলাই | শেষ দুটি কোয়ার্টার ফাইনালের জয়ীরা | রাত ১:০০টা, মেটলাইফ স্টেডিয়াম
সোমবার, ১৪ জুলাই | ফাইনাল | রাত ১:০০টা, মেটলাইফ স্টেডিয়াম, নিউইয়র্ক
সময় গড়াচ্ছে, উত্তেজনা বাড়ছে—কে জিতবে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ?
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0