স্পোর্টস ডেস্ক
ঢাকা: কলম্বোতে প্রথম দিনে ব্যর্থ ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। দ্বিতীয় দিন সকালে আড়াইশর আগেই অলআউট হয় তারা। যে উইকেটে রান করতে রীতিমতো যুদ্ধ করেছেন নাজমুল হোসেন শান্ত-এনামুল হক বিজয়রা সেখানেই হেসে-খেলে ব্যাটিং করছেন লঙ্কানরা! প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় দিনে বাজে বোলিং, সবমিলিয়ে কলম্বো টেস্টে দুই দিন শেষেই বেশ পিছিয়ে পড়েছে সফরকারীরা।
দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে শ্রীলঙ্কা। ১৪৬ রান নিয়ে উইকেটে আছেন নিশাঙ্কা। তার সঙ্গী প্রবাথ জয়াসুরিয়ার সংগ্রহ ৫ রান।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। সেখানে উইকেটের আচরণে পরিবর্তনের কথা জানিয়েছেন টাইগার এই কোচ। সিমন্স বলেন, ‘উইকেট এখন বেটার (ব্যাটিংয়ের জন্য)। প্রথম দিন উইকেট কিছুটা থেমেছে। আজকে অনেক বেটার ছিল। আজকে দেখেছেন গতকালের মত অত টার্ন ছিল না। ব্যাটাররাও দারুণ ব্যাট করেছে। টেস্ট ক্রিকেট এরকমই মাঝেমধ্যে।’
আরও পড়ুন:
কলম্বোতেও নিশাঙ্কার সেঞ্চুরি, চান্ডিমালের ফিফটি
নির্বিষ বোলিংয়ে হতাশার দিন বাংলাদেশের
নিশাঙ্কা-চান্দিমালের ব্যাটে এগোচ্ছে শ্রীলঙ্কা
উইকেটের দায় দেখলেও ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করে নিলেন সিমন্স। তিনি বলেন, ‘আসলে যে ট্রিকটা আমরা মিস করেছি তা হচ্ছে আমরা বেশি বড় জুটি গড়তে পারিনি। যার ফলে আজকে ২-৩ উইকেট হারিয়ে ব্যাট করার সুযোগ পাইনি। এটা আমাদের দিকে ফিরে এসেছে।'
'গতকালের ব্যাটিং এবং জুটি আমাদেরকে বেশ ভুগিয়েছে। (ব্যাটারদের ইনিংস লম্বা করতে না পারা) এই কারণেই আজকে আমরা ব্যাট করছি না। আমার মনে হয় অন্তত ২-৩ জন ব্যাটারের উচিত ছিল লম্বা ইনিংস খেলা এবং দলের রান বাড়িয়ে নেওয়া। নিসাঙ্কা আজকে এটা করে দেখিয়েছে। আশা করি আমরা এটা শিখে দ্বিতীয় ইনিংসে নিজেরা বড় স্কোর করতে পারব।’-যোগ করেন তিনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0