স্পোর্টস ডেস্ক
ঢাকা: ক্রিকেটের বাইরে থেকে তিন উপদেষ্টার মনোনয়ন দিয়ে সমালোচনার মুখে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের একটি হোটেলের সিইও মো. শাখাওয়াত হোসেন, ক্রিকেট বিশ্লেষক আবিদ হুসাইন সামি ও ব্যারিস্টার শেখ মাহাদিকে নিজের উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেন তিনি। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রের ১৮ নম্বর ধারায় উল্লেখ আছে দেশের খ্যাতনামা ক্রিকেটার বা ক্রিকেট সংগঠকদের থেকে পাঁচজন উপদেষ্টা মনোনয়ন দেওয়া যাবে।
যদিও গতকাল বুলবুল গণমাধ্যমকে বলেন, সামি ক্রিকেটীয় পরামর্শ দেবেন না। তাঁর কাজ হবে বাচ্চাদের জন্য কনটেন্ট তৈরি করা। ক্রিকেটীয় পরামর্শ নেওয়ার জন্য দু’জন সাবেক তারকা ক্রিকেটারকে নিয়োগ দেওয়া হবে।
অস্ট্রেলিয়াপ্রবাসী বুলবুল প্রায় দুই দশক এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) কাজ করেছেন। তিন উপদেষ্টার মধ্যে ‘কনটেন্ট ক্রিয়েটর’ সামিকে ছাড়া বাকিদের সম্পর্কে জানাশোনা থাকার কথা না তাঁর। তিনি স্বীকারও করেছেন, কারও সঙ্গেই খুব বেশি ঘনিষ্ঠতা ছিল না।
প্রসঙ্গিকভাবেই জানতে চাওয়া হয় তিন উপদেষ্টা মনোনয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় দেওয়া কিনা? উত্তরে বুলবুল বলেন, ‘মিলেমিশেই করা হয়েছে। এটিই শেষ না। গঠনতন্ত্র অনুযায়ী আরও দুজনকে নিতে পারব। একজন কোর ক্রিকেটারকে মনোনয়ন দেওয়া হবে, যিনি এইচপি বা ইভেন্ট নিয়ে পরামর্শ দেবেন।’
কাকে কেন নেওয়া হয়েছে সে ব্যাখ্যাও দিলেন বুলবুল, ‘আমার তো লিগ্যালের বিশেষজ্ঞ নেই। লিগ্যাল সাপোর্টটা নেওয়ার জন্যই ব্যারিস্টার মাহাদিকে নেওয়া। যদিও তাঁর সঙ্গে আমার মাত্র দুইবার কথা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ডে যে কোনো সিরিজে ট্যুরিজম বোর্ডকে সম্পৃক্ত করে ওটা সৃষ্টি করার জন্যই একজন উপদেষ্টাকে নিয়েছি। সামির ব্যাপারটা হলো তাঁকে ক্রিকেট উপদেষ্টা বলতে বোঝাচ্ছি, ডিজিটাল প্ল্যাটফর্মের কথা ভেবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কীভাবে ক্রিকেট উন্নয়নে কাজে লাগাতে পারি ওই জায়গায়টায় পরামর্শ নেওয়ার জন্য সামিকে নেওয়া। আরও দুটি বিকল্প আছে। ওখানে একজন কোর ক্রিকেটার নেব। যিনি হাইপারফরম্যান্স, ইভেন্ট ক্রিকেট নিয়ে পরামর্শ দেবেন।’
এই মনোনয়ন দেওয়া ভুল হয়েছে কিনা জানতে চাওয়া হলে বুলবুল বলেন, ‘আমি ভুল সিদ্ধান্ত বলব না। একটা সৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। উপদেষ্টাদের দলটা আরও বাড়বে। ক্রিকেটসংশ্লিষ্ট দুইজনকে নেওয়া হবে।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0