Logo

ইশরাকের শপথ ও জামায়াতের নিবন্ধন ইস্যুতে আদালতের রায়ের অপেক্ষায় ইসি

রবিবার (১ জুন) বিকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

ফাইল ছবি:

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা:  বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ  ও জামায়াতে ইসলামীর নিবন্ধন,  প্রতীক ইস্যুতে আদালতের রায়ের কপি পাওয়ার অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।

রবিবার(১ জুন) বিকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘এখনও পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালতের কোনো পর্যবেক্ষণ আমরা পায়নি। পর্যবেক্ষণ (অভজারভেশন) পাওয়ার পরে এই বিষয়ে আইনগতভাবে যেটা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

ইসি সচিব জামায়াতে ইসলামীর প্রতীকের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই তারা পাবেন। প্রতীকের ব্যাপারে কি অবজারভেশন আছে বা তাদের নিবন্ধনের ব্যাপারে কি অবজারভেশন আছে সেটার কোনো ডুকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমার কিছু বলার সুযোগ থাকে না।

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে তিনি বলেন, ইশরাকের ব্যাপারেও আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। অবজারভেশন ও নির্দেশনা যেটা আসবে সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ‘এটাই হচ্ছে আমাদের কাছে সর্বশেষ অবস্থা। আমি আপনাকে আবারও বলছি কোনো কাগজ না পাওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবো না।’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের মেয়াদের শেষ দিন আজ এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, শেষ দিন কি শুরু দিন এটার ব্যাপারেরও আমার একই কথা। আমরা যতক্ষণ পর্যন্ত না আদালত থেকে আদেশের কপি পাচ্ছি, ততোক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবে বিষয়টি কোন দিকে গড়াবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। নির্বাচন কমিশনেরও সিদ্ধান্ত নেয়ার একটা নির্দিষ্ট পরিস্থিতি আছে। কাজেই কাগজটা হাতে পেলেই সিদ্ধান্ত নেব।

এর আগে রোববার সকালে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টিও নির্বাচন কমিশনকে নিষ্পত্তি করতে বলেছে আদালত।

অন্যদিকে গত বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0