Logo

এজবাস্টন টেস্ট: কিংবদন্তির রেকর্ড ছুঁতে শতরান দূরে জয়সওয়াল

ইংল্যান্ডের বার্মিংহামে বুধবার শুরু হওয়া টেস্টে জয়সওয়াল যদি ৯৭ রান করতে পারেন, তবে ভেঙে যাবে ৪৯ বছরের পুরোনো রেকর্ড।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বড় এক রেকর্ড বটে! ভারতের ব্যাটার হিসেবে দ্রুত দুই হাজার রানের সামনে দাঁড়িয়ে যশস্বী জয়সওয়াল। এই রেকর্ডটি ধরে আছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। তার রেকর্ড ভেঙে দিতে তরুণ তুর্কির চাই ৯৭ রান। হাতে আছে ‍দুটি টেস্ট।

ইংল্যান্ডের বার্মিংহামে বুধবার শুরু হওয়া টেস্টে জয়সওয়াল যদি ৯৭ রান করতে পারেন, তবে ভেঙে যাবে ৪৯ বছরের পুরোনো রেকর্ড। ১৯৭৬ সালে দ্রুততম দুই হাজার রান করেছিলেন গাভাস্কার। ওই সময় তিনি ২৩টি টেস্টে পূরণ করেছিলেন মাইলফলক। জয়সওয়াল এখন খুব কাছে। সময়ও আছে তার।

ভারতের তরুণ ব্যাটার ২০ টেস্টে করেছেন ১৯০৩ রান। রেকর্ড ভাঙতে হাতে দুটি টেস্ট। তবে এই সময়ে আনতে হবে কমপক্ষে ৯৭ রান। তবেই সবার ওপরে থাকবেন জয়সওয়াল। এই তালিকায় এখন গাভাস্কারের পর আছেন সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেহওয়াগ। দুজনই তাদের ক্যারিয়ারের ২৫তম টেস্টে ছুঁয়েছিলেন দুই হাজার রান।

ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন জয়সওয়াল। আছেন দাপুটে ফর্মে। লিডসের ফর্ম বার্মিংহামে ধরে রাখতে পারলে দ্রুতই কিংবদন্তিকে ছুঁয়ে বা পেছনে ফেলতে পারবেন জয়সওয়াল।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0