Logo

৫৮ বছরের রেকর্ড ভাঙলো এল ক্লাসিকো!

বার্সেলোনা ৪-৩ গোলে এগিয়ে আছে বহুল প্রত্যাশিত এল ক্লাসিকোতে।

এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক

ঢাকা:ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত দ্বৈরথ—এল ক্লাসিকো!

৫৮ বছরের রেকর্ড ভাঙলো রবিবার (১১ মে) অনুষ্ঠিত এল ক্লাসিকোতে।

১৯৬০ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি ম্যাচের প্রতিটিতেই নির্ধারিত সময়েই গোল হয়েছিল। ২০২০ থেকে ২০২৫ সালের কোপা ডেল রে ফাইনাল পর্যন্ত হওয়া ১৭টি ম্যাচের নির্ধারিত সময়ের গোল সেই রেকর্ড স্পর্শ করেছে।

লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা এই ম্যাচে চার পয়েন্টের লিড নিয়ে নামছে মাঠে। এই ম্যাচ জিতলে লিগ কার্যত তাদের হয়ে যাবে, এবং ড্র করলেও বার্সা স্পষ্ট ফেভারিট থাকবে শিরোপা জয়ের দৌড়ে।

ম্যাচের শুরুর দিকে এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেলেও গারসিয়া, ইয়ামালের একটি করে গোল ও রাফিনহার জোড়া গোলে বার্সা এই মৌসুমে রিয়ালকে সব ম্যাচে হারানোর তকমা লাগিয়ে দিচ্ছে। বার্সেলোনা ৪-৩ গোলে এগিয়ে রাখছে নিজেকে বহুল প্রত্যাশিত এল ক্লাসিকোতে।

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0