বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) স্বস্তি প্রকাশ করেছে বলে জানিয়েছেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ইইউ চায় আগামী দিনে একটি স্বচ্ছ, কার্যকর ও অংশগ্রহণমূলক সংসদ গঠিত হোক এবং তারা সংসদকে সহযোগিতা করতে আগ্রহী।
তিনি আরও জানান, বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে ইইউ একমত এবং এর জন্য অর্থায়ন করতেও আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাফ্লো/এনআর
Comments 0