Logo

অবশেষে কলকাতা থেকে ঢাকায় ফিরল ফুটবল দল

কলকাতা থেকে সেই ফ্লাইট পুনরায় আবারও ঢাকায় এসে পৌঁছেছে সন্ধ্যা পৌনে আটটার পর।

ছবি সংগৃহিত:

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বিকেল পাঁচটায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের। বৈরী আবহাওয়ার কারণে ভারতের ইন্ডিগোর ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে যায়। কলকাতা থেকে সেই ফ্লাইট পুনরায় আবারও ঢাকায় এসে পৌঁছেছে সন্ধ্যা পৌনে আটটার পর।

ঢাকায় বিকেল থেকে বেশ ঝড়-বৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশ অ-১৯ দলের ফ্লাইটটি অবতরণ করতে পারেনি। কলকাতায় ফিরে গেলে একটা উৎকণ্ঠার সৃষ্টি হয়। অনিশ্চয়তা ছিল বাংলাদেশ দল আবার কখন রওনা হবে। তবে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। সন্ধ্যা সাতটার একটু আগে আবারও কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তারা। ঢাকা থেকে জরুরি অবতরণের পর বাংলাদেশ দলের ফুটবলাররা কলকাতায় বিমানের মধ্যেই অপেক্ষা করছিলেন।

সাফ অ-১৯ টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল ভারতের অরুণাচল প্রদেশে গিয়েছিল। গত পরশু সেখানে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতের কাছে হেরে রানার্সআপ হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর গতকাল বাংলাদেশ দল অরুণাচল থেকে কলকাতায় আসে। আজ বিকেলে কলকাতা থেকে ঢাকায় আসার পথে বাধে বিপত্তি। অবশেষে ঢাকায় পৌঁছাল বাংলাদেশ দল। সেখান থেকে তারা সরাসরি বাফুফে ভবনে আসবে।

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0