Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিশ্চিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনও বৈঠকের বিষয় নিশ্চিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। আগামী ১০ থেকে ১৩ জুন পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করবেন তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনও বৈঠকের বিষয় নিশ্চিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৪ জুন) সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের কোনও বৈঠক হবে কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে যাদের বৈঠক হতে পারে, সেটা আমি বিস্তারিত জানিয়েছি। আমরা কোনও কিছু লুকাইনি। সুতরাং, আমার কাছে অন্তত এ বিষয়ে কোনও তথ্য নেই।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার হয়েছে। তাকে ফেরত আনার জন্য যুক্তরাজ্যের কোনও লেভেলে আলোচনার সুযোগ রয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, আমাদের কাছে এ মুহূর্তে এ ধরনের কোনও তথ্য নেই। সুতরাং, এ প্রশ্নের উত্তর এর চেয়ে বেশি দিতে পারছি না।’

যুক্তরাজ্যে তারেক রহমানের স্ট্যাটাস কী জানতে চাইলে তিনি বলেন, ‘এ মুহূর্তে এ তথ্য আমার কাছে নেই। সম্ভবত যুক্তরাজ্যের পক্ষে কেউ বলতে পারবেন, তিনি কী স্ট্যাটাসে আছেন।’

ডায়াসপোরার সঙ্গে বৈঠক হবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের কাছে এ মুহূর্তে যে শিডিউল আছে, এই সফরে ডায়াসপোরার সঙ্গে কোনও বৈঠকের সম্ভাবনা নেই।’

অর্থ পাচার

বিদেশে পাচারকৃত অর্থ ফেরতের বিষয়ে যুক্তরাজ্যে আলোচনা হবে কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য সব দেশের সঙ্গে একযোগে চেষ্টা করে যাচ্ছি। সেই চেষ্টার অংশ হিসেবে অবশ্য যুক্তরাজ্যের সঙ্গেও আমরা অর্থ উদ্ধারের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। এ বিষয়টি হয়তো তাদের কাছে আমরা উপস্থাপন করবো।

যেসব দেশে বাংলাদেশি অর্থ পাচার করা হয়েছে, সেসব দেশের সঙ্গে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি (এমএলএটি) করার চিন্তা করছি। যতক্ষণ পর্যন্ত ট্রিটি না হয়, ততক্ষণ পর্যন্ত আরেকটি মেকানিজম আছে, যেটাকে মিউচুয়াল লিগাল রেগুলেশন (এমএলআর) বলে। আমরা সব দেশের সঙ্গে এমএলএটি এবং এমএলআর নিয়ে কাজ করছি বলে তিনি জানান।

যুক্তরাজ্যে যারা পালিয়ে রয়েছে, তাদের ফেরত আনার বিষয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমাদের প্রধান বিষয় হচ্ছে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার। আমরা ব্যক্তির বিষয়ে যত না পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি, তার চেয়ে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার বেশি জরুরি মনে করছি।’

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0