Logo

হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের সাবেক স্পিনারের মৃত্যু

ভারতের এই সাবেক বাঁহাতি স্পিনার ৩৩টি টেস্ট এবং ১৫টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৯৭৯ সালে ভারতের হয়ে তার অভিষেক হয়। ১৯৮৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। টেস্টে ১১৪টি এবং একদিনের ক্রিকেটে ২২টি উইকেট রয়েছে তার।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: মারা গেছেন ভারতের সাবেক ক্রিকেটার দিলীপ দোশী। সোমবার লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।

ভারতের এই সাবেক বাঁহাতি স্পিনার ৩৩টি টেস্ট এবং ১৫টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৯৭৯ সালে ভারতের হয়ে তার অভিষেক হয়। ১৯৮৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। টেস্টে ১১৪টি এবং একদিনের ক্রিকেটে ২২টি উইকেট রয়েছে তার।

১৯৪৭ সালের ২২ ডিসেম্বর রাজকোটে জন্ম দোশীর। ৩২ বছর বয়সে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে তার আন্তর্জাতিক অভিষেক হয়। সেই টেস্টে প্রথম ইনিংসেই ১০৩ রানে ৬ উইকেট নেন। অভিষেক টেস্টেই ইনিংসে ৫ বা তার বেশি উইকেটে নেওয়ার কৃতিত্ত্ব মাত্র ৯ জন ভারতীয়র আছে। দোশী তাদের মধ্যে একজন। এরাপল্লি প্রসন্ন, ভাগবত চন্দ্রশেখর, শ্রীনিবাসরাঘবন বেঙ্কটরাঘবন এবং বিষান সিংহ বেদির পর ভারতীয় ক্রিকেটের স্পিন আক্রমণের দায়িত্ব সামলেছেন দোশী।

প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি বাংলা এবং সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৮৯৮টি উইকেট রয়েছে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলে। এক্স হ্যন্ডলে কুম্বলে লিখছেন, “দীলিপ ভাইয়ের মৃত্যু সংবাদ হৃদয়বিদারক। ঈশ্বর তার পরবিবার ও পরিজনদের শক্তি দিক।”

গত মাসে লন্ডনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উপস্থিত ছিলেন দোশী। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ছিলেন তিনি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0