বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সূত্রাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় তাকে আজ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা চোখে গুলিবিদ্ধ হন। এতে গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মকর্তা ও ছাত্রলীগের ৯৪ জনসহ মোট ১৯৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নম্বর আসামি করা হয়েছে।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগম ৭১এর একজন বীর মুক্তিযোদ্ধা।
বাংলাফ্লো/আফি
Comments 0