Logo

ভিনিসিয়ুসকে হুমকি দেওয়ায় ৪ জনের কারাদণ্ড

স্প্যানিশ গণমাধ্যমের বরাতে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারিতে মাদ্রিদ ডার্বি তথা রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যকার কোপা দেল রের ম্যাচ শুরুর আগে ভিনির প্রতি বিদ্বেষমূলক আচরণ করেন ৪ দর্শক।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি ‘বিদ্বেষমূলক অপরাধ ও হুমকি’ দেওয়ার কারণে ৪ জনকে ১৪ থেকে ২২ মাসের কারাদণ্ড দিয়েছেন মাদ্রিদের আদালত।

স্প্যানিশ গণমাধ্যমের বরাতে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারিতে মাদ্রিদ ডার্বি তথা রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যকার কোপা দেল রের ম্যাচ শুরুর আগে ভিনির প্রতি বিদ্বেষমূলক আচরণ করেন ৪ দর্শক। তারা ভিনিসিয়ুসের একটি প্রতিকৃতি বানিয়ে রিয়ালের অনুশীলন মাঠের সামনে একটি সেতুতে ঝুলিয়ে রাখেন। এছাড়া একটি ব্যানারে লেখা ছিল, ‘রিয়ালকে ঘৃণা করে মাদ্রিদ।’

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর পর চারজনকে গ্রেফতার করে পুলিশ।

চার অভিযুক্তের কারাদণ্ডের খবর জানিয়ে এক বিবৃতিতে লা লিগা বলেছে, স্পেনের দণ্ডবিধির ৫১০ ধারা অনুযায়ী, ঘৃণাত্মক অপরাধের জন্য ১৫ মাসের কারাদণ্ড এবং হুমকি দেওয়ার জন্য অতিরিক্ত ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এক অভিযুক্তকে। কারণ তিনি সেই ঘটনার ছবি অনলাইনে ছড়িয়ে দেন। বাকি তিনজন অভিযুক্তকে ঘৃণাত্মক অপরাধের জন্য ৭ মাস এবং হুমকির জন্য আরও ৭ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া প্রথম অভিযুক্তকে ১০৮৪ ইউরো এবং বাকি তিনজনকে ৭২০ ইউরো করে জরিমানা করেন আদালত। এছাড়া তাদের সবাইকে ভিনিসিয়ুসের বাড়ি ও কর্মস্থল থেকে ১ কিলোমিটার দূরে থাকতে হবে। স্প্যানিশ ফুটবল আয়োজিত কোনো ম্যাচের ৪ ঘণ্টা আগে ও পরে এক কিলোমিটারের আশেপাশে থাকতে পারবেন না। কারাদণ্ড শেষ হওয়ার পর চার বছর পর্যন্ত এই নিষেধাজ্ঞা ভোগ করতে হবে অভিযুক্তদের।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0