Logo

সরকার বিএনপিকে আবারও আলোচনার আমন্ত্রণ জানিয়েছে : সালাহউদ্দিন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবারও বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন।

ছবি সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবারও বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২ জুন দ্বিতীয় দফার এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ শনিবার(৩১মে) দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন বলেন, ‘সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে বাস্তব কোনো অগ্রগতি নেই। আলোচনা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। জনগণের আস্থার সংকট কাটিয়ে উঠতে হলে বাস্তব পদক্ষেপ প্রয়োজন, কেবল আনুষ্ঠানিকতা নয়।’

সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘সংবিধান সংস্কার কমিশন যদি নিজেদের মতো করে সংবিধান পরিবর্তন করতে চায়, তবে সে বিষয়ে জাতিকে একমত হতে হবে। জোর করে চাপিয়ে দিলে সেটা গণতন্ত্র নয়, তা হবে আরেকটি বাকশাল।’

নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বিশ্বাস করি, মতের ভিন্নতা থাকবেই। আর ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার পক্ষে একটি যুক্তিও নেই। দেশের মানুষ চায় অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।’ ডিসেম্বরের পর নির্বাচনের পক্ষে একটি যুক্তি থাকলেও তা জাতির সামনে তুলে ধরার আহবান জানান বিএনপির এই নেতা।

বাংলাফ্লো/এসকে

Leave a Comment

Comments 0