স্পোর্টস ডেস্ক
ঢাকা: ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিল ব্রাজিলিয়ান দল বোটাফোগো। সোমবার গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে গেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোতে উঠেছে দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়ন ক্লাবটি। অন্যদিকে, জয়ের পরও বিদায় নিতে হলো স্প্যানিশ জায়ান্টদের।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে পিছিয়ে পড়ে আতলেতিকো । শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতলেই কেবল সম্ভাবনা ছিল শেষ ষোলোতে ওঠার। তবে সেই আশায় জল ঢেলে দেয় সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে পিএসজির ২-০ গোলের জয়। তাই ছয় পয়েন্ট নিয়েও বিদায় নিতে হলো আতলেতিকোকে গোল ব্যবধানে পিছিয়ে পড়ায়।
পাসাডেনার রোজ বোলে ২২,৯৯২ দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচে ম্যাচের একমাত্র গোলটি করেন অঁতোয়ান গ্রিজমান। ৮৭তম মিনিটে জুলিয়ান আলভারেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন সাবেক ফরাসি তারকা।
ম্যাচ শেষে আতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে বলেন, “আমরা হতাশ—আমাদের ৬ পয়েন্ট ছিল। কিন্তু তা যথেষ্ট হয়নি। আমি ছেলেদের প্রচেষ্টায় গর্বিত। আমরা আমাদের হৃদয় দিয়ে খেলেছি, দুই ম্যাচ জিতেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আগাতে পারিনি।”
বোটাফোগো শেষ ১৬ -এর প্রথম ম্যাচে আরেক ব্রাজিলীয় ক্লাব পালমেইরাসের সঙ্গে খেলবে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0