Logo

শুভ জন্মদিন গ্রাম্পি ওল্ড ম্যান! সবকিছুর সেরা তুমি

মেসির ৩৮তম জন্মদিনে অ্যান্টোনেলা ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেছেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। ৩৯.৯ মিলিয়ন অনুসারীর উদ্দেশে তিনি মেসির একটি ছবি শেয়ার করেন, যেখানে মেসিকে একটি 'স্মার্ফ' থিমের কেকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বিশ্বজুড়ে কোটি ভক্তের কাছে তিনি ফুটবল ঈশ্বর। মাঠে তাঁর জাদুকরী পারফরম্যান্সে প্রতিপক্ষ বারবার হার মেনেছে। তবে ঘরের মানুষ লিওনেল মেসিকে তাঁর স্ত্রী অ্যান্টোনেলা রোকুজ্জো চেনেন এক অন্য নামে— 'গ্রাম্পি ওল্ড ম্যান'। ভালোবাসা ভরা এই বিশেষ খেতাবটি দিয়েছেন তাঁর জীবনসঙ্গিনী।

মেসির ৩৮তম জন্মদিনে অ্যান্টোনেলা ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেছেন, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। ৩৯.৯ মিলিয়ন অনুসারীর উদ্দেশে তিনি মেসির একটি ছবি শেয়ার করেন, যেখানে মেসিকে একটি 'স্মার্ফ' থিমের কেকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্যাপশনে অ্যান্টোনেলা লেখেন:

“শুভ জন্মদিন গ্রাম্পি ওল্ড ম্যান! সবচেয়ে সেরা বাবা, সেরা সঙ্গী, সবকিছুর সেরা তুমি!!! আমরা কতটা ভাগ্যবান তোমায় পেয়ে! আমরা তোমায় ভালোবাসি।

এই পোস্টে হাজার হাজার মন্তব্য জমা পড়ে এবং সবাই দম্পতিটির ভালোবাসার প্রকাশকে ঘিরে প্রশংসা করেন।

মেসি-অ্যান্টোনেলার প্রেম যেন এক রূপকথার গল্প। তাঁদের প্রথম দেখা হয়েছিল আর্জেন্টিনার রোসারিও শহরে, যখন মেসির বয়স মাত্র পাঁচ বছর। অ্যান্টোনেলা ছিলেন মেসির বন্ধু লুকাস স্কাগ্লিয়ার চাচাতো বোন।

১৩ বছর বয়সে মেসি বার্সেলোনার হয়ে ক্যারিয়ার গড়তে স্পেনে পাড়ি জমালেও অ্যান্টোনেলার সঙ্গে তাঁর যোগাযোগ অটুট থাকে। কৈশোর পেরিয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব গভীর প্রেমে রূপ নেয়। ২০০৮ সালের দিকে তাঁদের রোমান্স শুরু হয়।

তারকাখ্যাতির মধ্যেও তাঁরা তাঁদের সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রেখেছিলেন। অবশেষে ২০১৭ সালে রোসারিওতে তাঁদের স্বপ্নের বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়—যেখানে বিশ্বের বহু তারকা ফুটবলার ও সেলিব্রিটি উপস্থিত ছিলেন।

এই সুখী দম্পতির সংসারে রয়েছে তিন পুত্র— থিয়াগো (১২), মাতেও (৯) ও সিরো (৭)। অ্যান্টোনেলা নিয়মিত সামাজিক মাধ্যমে তাঁদের পারিবারিক মুহূর্তগুলো শেয়ার করেন, যেখানে মেসিকে একজন আদর্শ বাবা ও ভালোবাসাময় স্বামী হিসেবে দেখা যায়।

মাঠে অগণিত ট্রফি জেতার পাশাপাশি, জীবনের আসল বিজয়টা যেন মেসির পরিবারেই। অ্যান্টোনেলা এবং তাঁদের তিন সন্তান মেসির জীবনের সবচেয়ে বড় সমর্থক এবং তাঁর নিরাপদ আশ্রয়।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0