Logo

‘সিজি তোকে বড্ড ভালোবাসি রে, ভীষণ মিস করি’

ঋতুপর্ণার বাবা ব্রজবাসী চাকমা ক্যানসারে ভুগে মারা গেছেন ২০১৫ সালে। বড় তিন বোন- ভারতী চাকমা, পামপি চাকমা ও পুতুলি চাকমার বিয়ে হয়ে গেছে আগেই। চার বোনের এক ভাই হওয়ায় সবচেয়ে আদরের ছিলেন পার্বণ।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ২০২২ সালের ২৯ জুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ঋতুপর্ণা চাকমার ছোট ভাই পার্বণ চাকমা। যাকে আদর করে সিজি নামে ডাকতেন দুই বারের সাফজয়ী ফরোয়ার্ড। আজ সেই আদরের ভাইয়ের চলে যাওয়ার দিন। ভাই হারানোর শোক এখনও ভুলতে পারেননি ঋতুপর্ণা। সেই কষ্ট নিয়ে রবিবার এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনের বিপক্ষে খেলতে মাঠে নামছেন ঋতুপর্ণা।

ঋতুপর্ণা ফুটবল খেলে ভাই হারানোর দুঃখ ভুলে থাকার চেষ্টা করেন। এই শোক কাটানো বড়ই কষ্টকর তার জন্য। নিজের ফেসবুক পেজে ভাইয়ের স্মৃতি মনে করে রবিবার একটা পোস্ট দিয়েছেন তিনি, ‘আজ তোর তৃতীয় মৃত্যুবার্ষিকী। তিন বছর হয়ে গেলো তুই আমাদের ছেড়ে চলে গেছিস। সিজি তোকে বড্ড ভালোবাসি রে। তোকে ভীষণ মিস করি।’

এরপর লিখেছেন, ‘আমার ভাইয়ের আত্মার শান্তির জন্য সবাই প্রার্থনা করবেন।’

ঋতুপর্ণার বাবা ব্রজবাসী চাকমা ক্যানসারে ভুগে মারা গেছেন ২০১৫ সালে। বড় তিন বোন- ভারতী চাকমা, পামপি চাকমা ও পুতুলি চাকমার বিয়ে হয়ে গেছে আগেই। চার বোনের এক ভাই হওয়ায় সবচেয়ে আদরের ছিলেন পার্বণ।

পার্বণের দুই বছরের বড় ঋতুপর্ণা। পিঠাপিঠি ভাইবোন হওয়ায় দুজনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। আজ ফুটবলে এই পর্যন্ত আসার পেছনে ছোট ভাইয়ের অবদান কম নয়। সবসময় বোনের খেলার পাশেই ছিলেন। তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ভাইকে তাই বিশেষভাবে স্মরণ করলেন ঋতুপর্ণা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0