বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যাবেন। আমরা সবাই সহযোগিতা করব।
তিনি বলেন, বর্তমান সরকারকে আহ্বান করব ছোট ছোট শিশুদের, দেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। ১০ মাস লাগে না এ সংস্কার করতে, নির্বাচন দিতে। অথচ আপনারা ১০ মাস অতিক্রান্ত করেছেন।
শনিবার (৩১ মে) ঢাকার আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির হলরুমে অনুষ্ঠিত সাবেক রাষ্ট্রপতি
তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার চেয়েছিল জিয়াউর রহমানকে সবার অন্তর থেকে মুছে ফেলতে। কিন্তু মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যায় না। তিনি মানুষের অন্তরে গেঁথে আছেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, বারের সাবেক সভাপতি মহসিন মিয়া, বারের সহ-সভাপতি শহীদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের সদস্য সচিব নিহার হোসেন ফারুক, ঢাকা আইনজীবী সমিতির ট্রেজারার আব্দুর রশীদ মোল্লাসহ অন্যরা।
বাংলাফ্লো/এনআর
Comments 0