Logo

সেঞ্চুরিতে ভারতীয় তারকার রেকর্ড

ভারতের প্রথম ও বিশ্বের পঞ্চম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়লেন ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে মান্ধানার সেঞ্চুরি আছে ২টি, ওয়ানডেতে ১১টি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৫১ বলে সেঞ্চেুর করে অনন্য কীর্তি গড়লেন ভারতীয় তারকা স্মৃতি মান্ধানা।

শনিবার ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজে প্রথম টি-টোয়েন্টিতে ৫১ বলে সেঞ্চুরি ছুঁয়ে ৬২ বলে ১১২ রানের চমৎকার ইনিংস খেলেন মান্ধানা। এই সংস্করণে তার প্রথম শতকের ইনিংসটি গড়া ১৫ চার ও ৩ ছক্কায়।

ভারতের প্রথম ও বিশ্বের পঞ্চম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়লেন ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে মান্ধানার সেঞ্চুরি আছে ২টি, ওয়ানডেতে ১১টি।

মান্ধানার আগে ইংল্যান্ডের হিদার নাইট ও ট্যামি বাউমন্ট, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং অস্ট্রেলিয়ার বেথ মুনি তিন সংস্করণেই সেঞ্চুরি করেছেন।

ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন মান্ধানার। তিনি ছাড়িয়ে গেছেন ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারমানপ্রিত কৌরের ১০৩ রান। এই দুজন ছাড়া শতকের স্বাদ পাননি দলটির আর কোনো ক্রিকেটার।

২১০ রানের পুঁজি গড়ে ইংল্যান্ডকে স্রেফ ১১৩ রানে গুটিয়ে দিয়েছে সফরকারী ভারত। ৯৭ রানের বিশাল জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে মান্ধানারা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0