স্পোর্টস ডেস্ক
ঢাকা: ‘জি’ গ্রুপ থেকে জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি টানা দুই জয়ে উঠে গেছে শেষ ষোলোয়। রোববার রাতে মরক্কোর উইদাদকে ৪-১ গোলে হারিয়েছে জুভেন্টাস এবং আজ সোমবার সকালের ম্যাচে যুক্ত আরব আমিরাতের আল আইনকে ৬-০ গোলে হারিয়েছে ম্যানসিটি।
ফিফা ক্লাব বিশ্বকাপে মঙ্গলবার সকালে ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রাজিলের ক্লাব পালমেইরাসের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। লিওনেল মেসির ক্লাবটি শেষ ষোলোয় ওঠার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। উভয় দলেরই ঝুলিতে সমান ৪ পয়েন্ট; পোর্তো ও আল আহলির অর্জন সমান ১ পয়েন্ট করে। অর্থ্যাৎ, পালমেইরাস ও ইন্টার মায়ামি উভয়ই নকআউটে উঠে যাবে যদি তাদের ম্যাচটি ড্র হয়। পরাজিত দল অনিশ্চয়তার মধ্যে থাকবে। তাদের টপকে শেষ ষোলোয় ওঠার সুযোগ থাকবে পোর্তো-আল আহলি ম্যাচের বিজয়ী দলের।
মেসিদের দল ন্যূনতম ড্র করলেই শেষ ষোলোর টিকিট পাবে। পালমেইরাসের ক্ষেত্রেও তা সত্য। মায়ামির নিজস্ব মাঠ হার্ড রক স্টেডিয়ামে হাইভোল্টেজ এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায়। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে পোর্তো-আল আহলি ম্যাচটিও একই সময় শুরু হবে।
মেসিদের ভাগ্য নির্ধারণের আগেই আজ রাতে ‘বি’ গ্রুপের মীমাংসা হবে। বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রথম ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে গুঁড়িয়ে দেয়ার পর দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হেরে বসে বর্তমান লাতিন চ্যাম্পিয়ন ব্রাজিলের বোটাফোগোর কাছে। অ্যাটলেটিকো দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে হারায় সিয়াটল সাউন্ডার্সকে। বোটাফোগো টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। পাসাদেনায় আজ রাতে তারা অ্যাটলেটিকোর মুখোমুখি হবে। সিয়াটলে স্বাগতিক সিয়াটল সাউন্ডার্সের মুখোমুখি হবে পিএসজি। লুই এনরিকের দল জিতলে উঠে যাবে শেষ ষোলোয়। তবে অ্যাটলেটিকোকে কেবল জিতলেই হবে না, জিততে হবে ভালো ব্যবধানে। তাহলেই কেবল বোটাফোগো কিংবা পিএসজিকে গোল ব্যবধানে পেছনে ফেলতে পারবে।
এদিকে, ‘জি’ গ্রুপ থেকে জুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি টানা দুই জয়ে উঠে গেছে শেষ ষোলোয়। রোববার রাতে মরক্কোর উইদাদকে ৪-১ গোলে হারিয়েছে জুভেন্টাস এবং আজ সোমবার সকালের ম্যাচে যুক্ত আরব আমিরাতের আল আইনকে ৬-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। আল আইন ও উইদাদ উভয়ই টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানসিটি ও জুভেন্টাস, আনুষ্ঠানিকতার ম্যাচে লড়বে আল আইন ও উইদাদ।
রোববার রাতে ‘এইচ’ গ্রুপ ম্যাচে মেক্সিকোর পাচুকাকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের রিয়াল মাদ্রিদ। আজ ভোরে গ্রুপের আরেক ম্যাচে সলজবুর্গের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সৌদি ক্লাব আল হিলাল। শুক্রবার সকালে ‘এইচ’ গ্রুপের মীমাংসা। সেদিন রিয়াল খেলবে সলজবুর্গের বিপক্ষে, আল হিলালের প্রতিপক্ষ পাচুকা। টানা দুই ম্যাচে ড্র করা আল হিলালের সামনে সুযোগ রয়েছে নকআউটে ওঠার।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0