Logo

অনিরুদ্ধকে বিয়ে করছেন ‘ন্যাশনাল ক্রাশ’ কাব্য?

অনিরুদ্ধ-কাব্যর যে চারহাত এক হচ্ছে না বা এখনই হচ্ছে না, তা নিশ্চিত করে দিয়েছেন খোদ সনামধন্য গান কম্পোজার অনিরুদ্ধ।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: দুইয়ে দুইয়ে চার হওয়া যা বাকি ছিল। সব গুবলেট করে দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। বলিউড ছাপিয়ে ভারতের ক্রিকেটপাড়ায় গুঞ্জন ওঠে—চুটিয়ে প্রেম করছেন কাব্য মারান ও অনিরুদ্ধ। দুজনকে একসঙ্গে কখনও ডিনারে, কখনও মাঠের বাইরে বা বিদেশে দেখা গেছে বলেও সংবাদ হয়েছে। সবশেষ খবর—দ্রুতই বিয়ে করতে যাচ্ছে দুজন! এমন সময়েই অনিরুদ্ধের পোস্ট।

অনিরুদ্ধ-কাব্যর যে চারহাত এক হচ্ছে না বা এখনই হচ্ছে না, তা নিশ্চিত করে দিয়েছেন খোদ সনামধন্য গান কম্পোজার অনিরুদ্ধ। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের মালকিনের নাম না নিয়েই বলেছেন, এত দ্রুত তিনি বিয়ের পিড়িতে বসছেন না। এই বিষয়ে অবশ্য এখনও চুপ আছেন সান গ্রুপের মালিক কালানিধি মারানের মেয়ে কাব্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর চর্চা চলছে, বিয়ে হতে যাচ্ছে দুজনের। সেই সূত্রে ভারতের একাধিক মিডিয়াও জানিয়েছে খবরটি সত্যি হতে চলছে। ভারতের কয়েকটি পত্রিকা বলেছে, বলিপাড়ার একাংশের দাবি—খুব শীঘ্রই চারহাত এক হতে চলেছে। তাদের ভবিষ্যৎ নিয়ে নাকি চিন্তিত হয়ে পড়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। কাব্যের বাবা কালানিধির সঙ্গে কাব্য এবং অনিরুদ্ধের বিয়ে নিয়ে কথাবার্তাও নাকি বলে ফেলেছেন রজনীকান্ত।

তবে পুরো বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন উল্টো বোমা ফাটিয়েছেন অনিরুদ্ধ। এক্সে এক পোস্টে জনপ্রিয় সংগীত কম্পোজার লিখেছেন, ‘বিয়ে নাকি! আপনারা একটু শান্ত হোন। দয়া করে এইসব গুজব ছড়ানো বন্ধ করুন।’ তবে জাতীয় ক্রাশ তকমা পাওয়া কাব্য এ বিষয়ে কিছু বলেনি। সম্পর্ক নিয়েও কখনও মুখ খোলেননি।

তবে বেশ কয়েকবার কাব্য-অনিরুদ্ধকে একসঙ্গে দেখা গেছে। দুজনের মাঝে প্রেমের গুঞ্জনও বেশ পুরোনো। সবশেষ দুজনকে ডিনারেও দেখা গেছে। দুজনে অবশ্য নিজেদের সেরা বন্ধু মনে করেন। তবে সম্প্রতি জোরেশোরে চলছে আলোচনা। যাতে মোড় নিয়েছে অনিরুদ্ধের কথায়। খুব দ্রুত পাল্টেও যেতে পারে। একাধিক মিডিয়ার খবর, বিয়েতে পরিণত হতে যাচ্ছে এই সম্পর্কের পরিণতি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0