Logo

নগর ভবনে ইশরাক সমর্থকদের ফের বিক্ষোভ

আন্দোলনকারীদের প্রশ্ন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট সত্ত্বেও এখনো কেন ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হয়নি?

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি 

ঢাকা: নগর ভবনে ফের বিক্ষোভে অংশ নিয়েছেন ইশরাক সমর্থক ও করপোরেশনের শ্রমিক কর্মচারীরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে সোমবার (২৬ মে) নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে আজও নগর ভবন কেন্দ্রিক সব সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সেবাপ্রার্থীরা সেবা না পেয়ে ফিরে গেছেন।

সকালে নগর ভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসী’র ব্যানারে কর্মসূচি চালিয়ে যান তারা। অবস্থানকারীরা ফটকে তালা লাগিয়ে রেখেছেন। এতে সেবাপ্রার্থীরা সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

আন্দোলনকারীদের প্রশ্ন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট সত্ত্বেও এখনো কেন ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হয়নি?

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন বাবু বলেন, দুই দফায় আদালত রায় দিয়েছেন, এরপরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব নিতে দেওয়া হচ্ছে না। আমরা তার শপথ ও দায়িত্ব গ্রহণের দাবিতে আন্দোলনে আছি।

ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার আগ পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শ্রমিকরা।

তারা বলেন- ‘দ্রুত সময়ের মধ্যে আমরা তাকে মেয়র হিসেবে দেখতে চাই’।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0