Logo

২ ছাত্র উপদেষ্টার পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন প্রত্যাহার ইশরাকের

২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হয়নি।

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: অন্তর্বর্তী সরকারের ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে জানিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার কাকরাইলে সমর্থকদের সড়ক অবরোধ কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।  

ইশরাক বলেন, ‘ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের বিষয়ে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত আসবে। বর্তমান সরকার অধিকার বঞ্চিত করায় আন্দোলনে মানুষের ভোগান্তি হয়েছে।’

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।

এরপর ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে নানা জটিলতায় ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হয়নি।

এরমধ্যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন একজন আইনজীবী। বৃহস্পতিবার রিটটি খারিজ করে দেয় আদালত। ফলে ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো বাধা নেই।

শপথ নিয়ে কালক্ষেপণ করা হলে শুক্রবার সকাল থেকে আবারও মাঠে নামার ঘোষণাও দেন ইশরাক হোসেন।  তিনি অভিযোগ করে বলেন, ‘ভুয়া রিট দিয়ে শপথ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল।’

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0