বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: আত্নপ্রকাশ করলেন ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। সংগঠনটির সভানেত্রী ও সেক্রেটারির নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার উপাচার্যের কার্যালয়ে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন।
ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রীর নাম সাবিকুন্নাহার তামান্না। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। থাকেন কবি সুফিয়া কামাল হলে; আর সেক্রেটারি মোছা. আফসানা আক্তার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী। তাঁরা দুজনই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের কয়েকটি দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যমে প্রকাশ্যে এসেছেন তাঁরা।
উল্লেখ্য- ইসলামী ছাত্রী সংস্থা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মহিলা শাখা যা নারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত।
বাংলাফ্লো/আফি
Comments 0