স্পোর্টস ডেস্ক
ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে চলমান হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে ফাইফার পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। তবে এর আগে লম্বা সময় তিনি দলের বাইরে ছিলেন। মূলত চোটের কারণেই তাকে পায়নি ভারত। সেই সময়ে তাকে নিয়ে নানা নেতিবাচক খবর হয়েছে গণমাধ্যমে। এমনকি অনেকে সমালোচনাও করেছেন তার। তবে বুমরাহ জানিয়েছেন, এসব সমালোচনা কখনোই পাত্তা দেন না তিনি।
হেডিংলি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বুমরাহ বলেছেন, 'লোকে কী লিখছে, তা তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তাদেরকে এটাও শেখাতে পারি না যে, আমাকে নিয়ে কোনটি লেখা উচিত, কোনটি নয়। যার যা ইচ্ছা লিখতে পারে। আমি বুঝি, আমাদের দেশে ক্রিকেট খুবই জনপ্রিয় এবং এটাও বুঝি যে, শিরোণামে আমার নাম ব্যবহার করলে লোকে দেখবে বেশি।'
'তবে দিনশেষে, আমি এসবকে পাত্তা দেই না। কারণ, এগুলোকে মাথায় ঢুকতে দিলে আমিও এসব বিশ্বাস করতে শুরু করব। আমি কোন পথে এগোব, এটা নির্ধারণের জন্য নিজের বিশ্বাস ও পথ জরুরি আমার জন্য। অন্যরা আমাকে কীভাবে খেলতে দেখতে চায়, তা গুরুত্বপূর্ণ নয়।'-যোগ করেন তিনি।
ভারতের হয়ে খেলাকেই সবসময় প্রথম পছন্দ রাখেন বুমরাহ। তিনি বলেন, 'ভারতের হয়ে সবসময়ই খেলতে চেয়েছি আমি। নিজের বিশ্বাসে ভর করেই খেলেছি। প্রতিটি সংস্করণেই নিজের বিশ্বাস দিয়ে খেলেছি। লোকের কাছ থেকে সবসময় ‘না’ শুনেছি আমি। শুরুতে তারা বলত, ‘তুমি খেলতে পারবে না।’ এরপর বলত, ‘স্রেফ ছয় মাস টিকবে তুমি।’ পরে বলেছে, ‘আট মাস মোটে টিকবে তুমি।’ এসব শুনতে শুনতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর কাটিয়ে দিলাম। ১২-১৩ বছর ধরে আইপিএলে খেলছি।'
'এমনকি এখনও লোকে বলছে, এই চোটই আমাকে শেষ করে দেবে। অপেক্ষা করতে থাকুন, আমার এসব নিয়ে চিন্তাও নেই। প্রতি তিন-চার মাস পরই শিরোনাম বানানো হবে। কিন্তু দেখা যাক, ভাগ্যে যতদিন আছে, খেলে যাব। আমি সম্ভাব্য সেরা প্রস্তুতি নেই, বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দেই। ঈশ্বর আমাকে যা দিয়েছেন, তা সঙ্গী করে এগিয়ে যেতে চাই, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।'-যোগ করেন তিনি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0