Logo

‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে আহত অর্ধশতাধিক জবি শিক্ষার্থী

৩ শিক্ষক সহ অর্ধশতাধিক আহত বলে দাবি জবিয়ানদের।

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে। টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ও লাঠি চার্জে ৩ শিক্ষক সহ অর্ধশতাধিক আহত বলে দাবি জবিয়ানদের। ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’কর্মসূচিতে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। 

বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা।    

পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে নানা স্লোগান দিতে শুরু করেন। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি রক্ত আরও দেব রক্ত ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা। শিক্ষার্থীরা জানান, বিল্লাল, নাসির ও রইছ নামের বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক গুরতর আহত হয়েছেন। একজন শিক্ষক ঘটনাস্থল থেকে জানান অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ তাদের দাবি না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে। আহত শিক্ষার্থীদের মধ্যে একাধিক নারী শিক্ষার্থীও রয়েছেন। এই ঘটনায় জবি শিক্ষার্থীরা ক্ষুব্ধ।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0