বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১০১তম সিন্ডিকেট সভায় একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্বের নাম ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নিসা মুজিব হল’ পরিবর্তন করে হলের নতুন নাম রাখা হয়েছে— নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০১তম সিন্ডিকেট সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল রাখা হয়েছে।
এর আগে, ৬ ফেব্রুয়ারি খুলে ফেলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রী হলের নামফলক। এ সময় নতুন নাম হিসেবে নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হল, ফেলানী ছাত্রী হল, মাহমুদা স্মৃতি হল, রিয়া গোপ ছাত্রী হল নাম রাখার প্রস্তাব দেন শিক্ষার্থীরা।
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন উনিশ শতকের একজন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক । তিনি বাংলার নারী শিক্ষা ও কল্যাণে অসামান্য অবদান রাখেন। দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নওয়াব ও নারীশিক্ষার পথিকৃৎ তিনি।
নওয়াব ফয়জুন্নেসার জন্ম কুমিল্লা জেলার হোমনাবাদ পরগনার (বর্তমানে লাকসামের) অন্তর্গত পশ্চিমগাঁয়ে। তিনি ১৮৩৪ সালে জন্মগ্রহণ করেন । তার বাবা জমিদার আহমেদ আলী চৌধুরী। আর মা আরাফান্নেসা চৌধুরাণী।
ছাত্রী হলের পূর্বের নামটি ছিলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে।
বাংলাফ্লো/আফি
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0