Logo

জীবনের প্রথম ট্রফি ছুঁয়ে দেখলেন কেইন

১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পান দলটির ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন।

কেইন

স্পোর্টস ডেস্ক

ঢাকা:বেয়ার লেভারকুসেনের হোঁচটে গত সপ্তাহেই বায়ার্ন মিউনিখের রেকর্ড ৩৪তম বুন্দেসলিগা জয় নিশ্চিত হয়ে যায়। ১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পান দলটির ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন।

শনিবার রাতে পরম আরাধ্য সেই ট্রফি উঠল কেইনের হাতে। মৌসুমের শেষ হোম ম্যাচে গ্লাডবাখের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর আনুষ্ঠানিকভাবে বুন্দেসলিগা ট্রফি তুলে দেওয়া হয় বায়ার্নের হাতে।

উৎসবের মঞ্চে কেইন বলেন, ‘কাঁধ থেকে যেন বড় বোঝা নেমে গেল। শিরোপা উঁচিয়ে ধরার অনুভূতি অসাধারণ। আশা করি, এটা আমার অনেক শিরোপার প্রথমটি হবে। এখন শুধু উপভোগের সময়।’

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0