Logo

এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করেছেন তিনি।

ছবি : সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করেছেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পর দিন ৮ জানুয়ারি হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা। সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি।

১৭ দিন চিকিৎসার পর বড় ছেলের বাসায় ওঠেন। পরে সেখানেই তার চিকিৎসা কার্যক্রম চলে। ৬ মে চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী। খালেদা জিয়া সব শেষ এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত বছরের ১২ সেপ্টেম্বর। হাসপাতালে চিকিৎসা নিয়ে ১৮ সেপ্টেম্বর বাসায় ফেরেন তিনি।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0