Logo

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল

বেলা ২টায় সমাবেশের মূল পর্ব শুরুর কথা থাকলেও সকাল ১০টা থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতারা বক্তব্য রাখছেন।

ছবি : সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে।

শনিবার (২৮ জুন) বেলা ২টায় সমাবেশের মূল পর্ব শুরুর কথা থাকলেও সকাল ১০টা থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতারা বক্তব্য রাখছেন।

ইতোমধ্যে সমাবেশস্থল থেকে নেতাকর্মীদের বিস্তৃতি আশপাশের এলাকা রমনা পার্ক, মৎস্য ভবন, শাহবাগ ও টিএসসি মোড় পর্যন্ত ছাড়িয়েছে।

সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এ মহাসমাবেশে সভাপতিত্ব করছেন দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

কেন্দ্রীয় নেতারা ছাড়াও ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতারাও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।

৫ আগস্টের পর দলটির সবচেয়ে বড় এ শোডাউনে শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন লঞ্চ ও পিকআপে করে নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। ব্যানার-ফেস্টুন ও দলীয় প্রতীক হাতপাখা নিয়ে মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0